
৩ লাখ ৭৫ হাজার ৫১৪ জন শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, সংশ্লিষ্ট শাখার চিফ অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স অফিসারকে বেতন- ভাতার অংশ হিসেবে এসব শিক্ষককে ভাতা পরিশোধ করতে বলা হয়েছে।
জানা গেছে, বৈশাখী ভাতার ৩ লাখ ৭৫ হাজার ৫১৪ জনের মধ্যে স্কুলের রয়েছেন ২ লাখ ৮৮ হাজার ৮৯৩ ও কলেজের ৮৬ হাজার ৬২১ জন শিক্ষক-কর্মচারী। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষক-কর্মচারীর বৈশাখী ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো।
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের ২০২৫ খ্রিষ্টাব্দের ঈদুল ফিতর উপলক্ষে উৎসব ভাতা ও ফেব্রুয়ারির বেতন ছাড় দেয়া হয়েছিলো। ঈদের দুই দিন আগে এই বেতন ও উৎসব ভাতা ছাড় হয়। এর প্রেক্ষিতে শুক্রবারও ব্যাংক খোলার অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়। পরে শুক্রবারও সংশ্লিষ্ট চারটি ব্যাংক খোলা রাখা হয়। কিন্তু তাতে শিক্ষকরা বেতন তুলতে পারেননি বলে অভিযোগ ছিলো। সে সময় মোট ৩ লাখ ৬৩ হাজার ৫২৫ জন শিক্ষক-কর্মচারীর উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেয়। এর মধ্যে স্কুলের ২ লাখ ৭৯ হাজার ৫০০ জন ও কলেজের ৮৪ হাজার ২৫ জন শিক্ষক-কর্মচারী ছিলেন।
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা যতো দ্রুত সম্ভব দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তারা। এই কাজের জন্য শুক্র-শনিবারেও অধিদপ্তরের কাজ চলমান ছিলো।