
বর্ণিল আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পরিবার উদযাপন করেছে বাংলা নববর্ষ ১৪৩২। নতুন বছরকে স্বাগত জানাতে বৈশাখের প্রথম সকালে অনুষ্ঠিত হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে শোভাযাত্রায় উপ-উপাচার্য ও ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপাচার্য সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ বৈচিত্র্যের দেশ। আমাদের সংস্কৃতির মধ্যে অনেক বৈচিত্র্য রয়েছে। সব বৈচিত্র্যের মাঝে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সকলে সমবেত থাকতে চাই, ঐক্যবদ্ধ থাকতে চাই। বাংলা নববর্ষ বাংলাদেশের ঐতিহ্য। এটা আমাদেরকে আরো সংহত করবে। এ সময় উপাচার্য নতুন বছরে সবাইকে মিলে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।