ঢাকা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রাজশাহী শিক্ষা বোর্ডে পহেলা বৈশাখ উদযাপন

শিক্ষা

আমাদের বার্তা, ঢাকা

প্রকাশিত: ১৪:১৭, ১৪ এপ্রিল ২০২৫

সর্বশেষ

রাজশাহী শিক্ষা বোর্ডে পহেলা বৈশাখ উদযাপন

রাজশাহী শিক্ষা বোর্ডে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার সকাল বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক মহা. জিয়াউল হক। আরো বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির গর্ব এবং একটি ঐতিহাসিক তাৎপর্যময় অধ্যায়। মুঘল সম্রাট আকবর আনুষ্ঠানিকভাবে এ বাংলা সন প্রবর্তন করেন।'

এটি একটি সার্বজনীন উৎসব তাই বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য পয়লা বৈশাখ পালন অত্যন্ত জরুরি।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ. ন. ম. মোফাখখারুল ইসলাম সব কর্মকর্তা ও কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং বাংলা নববর্ষের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তিনি সবাইকে নিয়ে মিলেমিশে সুষ্ঠুভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-সচিব মো. ওয়ালিদ হোসেন, উপ-কলেজ পরিদর্শক লিটন সরকার, উপ-সচিব মোহা. দুরুল হোদা, উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসান, সহকারী সচিব মো. আওলাদ হোসেন খান এবং স্বরচিত কবিতা পাঠ করেন তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার।

বর্ষবরণ অনুষ্ঠানে বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় চেয়ারম্যান আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার এস. এম. গোলাম আজম।

জনপ্রিয়