
ফাইল ছবি
এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী। আর বহিষ্কার হয়েছেন ৮৩ জন পরীক্ষার্থী ও ১৮ জন পরিদর্শক। এবার অনুপস্থিতির হার ১ দশমিক ৬৫ শতাংশ।
মঙ্গলবার পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। ২ হাজার ২৮২টি কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানানো হয়, ১৩ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন পরীক্ষার্থী ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী।
এদিন ঢাকা শিক্ষা বোর্ডের ৯ জন, কুমিল্লা বোর্ডের ৩ জন, রাজশাহী বোর্ডের ১ জন, দিনাজপুর বোর্ডের ৫ জন, বরিশাল বোর্ডের ৪ জন, চট্টগ্রাম বোর্ডের ১ জন ও ময়মনসিংহ বোর্ডের ৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
আর মাদরাসা শিক্ষা বোর্ডে ১৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের ৩৬ জনকে বহিষ্কার করা হয়েছে।
ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩ হাজার ৮৯৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪৮, রাজশাহী বোর্ডে ১ হাজার ৮৫৬, বরিশাল বোর্ডে ১ হাজার ২৫২, সিলেট বোর্ডের ৯৩৪, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৩৬৭, কুমিল্লা বোর্ডের ১ হাজার ৯৩৯, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ২৭ ও যশোর বোর্ডে ২ হাজার ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে দ্বিতীয় দিনে দাখিলের আরবি ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১ হাজার ৪৯০ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, সারা দেশের ৭২৫টি কেন্দ্রে আরবি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ২ লাখ ৫৮ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। এ পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন।
এদিকে দ্বিতীয় দিনে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৩৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮২৫ জন।
জানা গেছে, সারা দেশের ৬৯৯টি কেন্দ্রে এসএসসি ও দাখিল ভোকেশনালের গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন ১৩ লাখ ৭ হাজার ৬৪ জন পরীক্ষার্থীর এ পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কন্ট্রোল রুম জানায়, এ পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪ হাজার ২৩৯ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮২৫ জন।