ঢাকা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়স নির্ধারণ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০২, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে বয়স নির্ধারণ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নিয়ম বেঁধে দেওয়া হয়েছে।

সম্প্রতি মাদরাসা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ মাদরাসা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুছ ছাত্তার মিয়া সই করা নোটিশে বলা হয়, বাংলাদেশ মাদরাসা বোর্ডের আওতাধীন পাঠদানের অনুমতিপ্রাপ্ত ও স্বীকৃতিপ্রাপ্ত দাখিল/আলিম এবং আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাযিল/কামিল পর্যায়ের মাদরাসার অধ্যক্ষ/সুপারসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৫ খ্রিষ্ঠাব্দে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে e-SIF (Electronic student Information Form) পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।

‎নির্দেশনাগুলো হলো-

>> শিক্ষার্থীর বয়স রেজিস্ট্রেশনের বছরের ১ জানুয়ারি তারিখে ন্যূনতম বয়স ০৯+ এবং সর্বোচ্চ বয়স ১৫ বছর হতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এ বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর।

>> শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম, বয়স, জন্ম নিবন্ধন নম্বর, পিতা- মাতার নাম ইংরেজিতে পূরণ করতে হবে।

>> শিক্ষার্থীর নামের আগে Hafez, Kari, Alhaz, Mr. Mrs. Miss ইত্যাদি ধরনের শব্দ ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাবা-মায়ের নাম এন্ট্রি করতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনেও বাবা-মায়ের নাম একইরকম থাকতে হবে।

>> অনলাইনে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দেওয়ার সময় ভর্তির রেজিস্ট্রার অনুযায়ী অবশ্যই তার জন্ম নিবন্ধন নম্বর ও অভিভাবকের সচল মোবাইল নম্বর ইনপুট দিতে হবে। একটি মোবাইল নম্বর ব্যবহার করে কেবলমাত্র একজন শিক্ষার্থীরই রেজিস্ট্রেশন করা যাবে। জন্ম নিবন্ধন নম্বর ব্যতীত রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।

>> ৬ষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন ব্যতীত কোনো শিক্ষার্থীর পরবর্তী শ্রেণিতে (৮ম) রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে না।

 

জনপ্রিয়