ঢাকা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা চায় ছাত্রদল

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৭, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

কুয়েটে ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা চায় ছাত্রদল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংগঠনটি জানিয়েছে, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে তারা বিভিন্ন সংবাদমাধ্যমে জানতে পেরেছে। এ সিদ্ধান্ত মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ছাত্রদল।

এক বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কুয়েট প্রশাসনের প্রতি শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার অনুরোধ জানান। একই সঙ্গে তাঁরা ক্যাম্পাসে শিক্ষা ও মতপ্রকাশের সুষ্ঠু পরিবেশ, গণতান্ত্রিক চর্চা এবং সহাবস্থানের সুযোগ নিশ্চিত করার দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১৫ বছর ধরে ছাত্রলীগ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় যে মব কালচারের ভয়াবহ পরিবেশ তৈরি করেছে, তা থেকে বেরিয়ে এসে সবার জন্য মতপ্রকাশ ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

ছাত্রদল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাকাঠামোর উন্নয়ন, মানসম্মত আবাসন ও খাবারের ব্যবস্থা এবং প্রত্যাশিত শিক্ষাব্যবস্থার সংস্কারের আহ্বানও জানায়।

জনপ্রিয়