ঢাকা বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ , ২ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ মেডিক্যাল শিক্ষার্থীদের

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ মেডিক্যাল শিক্ষার্থীদের

সুনামগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

গতকালও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করে তারা। দাবি পূরণ না হওয়ায় বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে মেডিক্যাল কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে অবরোধ করে তারা। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা জানান, চার বছর আগে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের একাডেমি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু হাসপাতাল চালু না হওয়ার কারণে শিক্ষার্থীদের এখন পর্যন্ত পর্যাপ্ত ওয়ার্ড-ক্লাস দেওয়া হচ্ছে না। বরং হাসপাতাল চালুর প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে দ্রুত হাসপাতাল চালু করে ওয়ার্ড ক্লাস বাড়ানোর দাবিতে আন্দোলন চলছে। দাবি মানা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহাী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝানোর চেষ্টা করেন। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়।

এদিকে, শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছে স্থানীয় জনতা।

 

জনপ্রিয়