ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সড়ক অবরোধ করে সিরাজগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা

আমাদের বার্তা ,সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৪:২৯, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৪:৪৫, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সড়ক অবরোধ করে সিরাজগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ছয় দফা দাবিতে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জেলা শহরে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন। নানা স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। অবরোধের কারণে জেলা শহর থেকে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় । যান চলাচল বন্ধ হওয়ায় যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় প্রশাসন অবস্থান নিয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের নিউ ঢাকা রোডের রেলগেট এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, গত ১৮ মার্চ হাইকোর্টের নির্দেশে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য ৩০ শতাংশ কোটা প্রয়োগ করে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতির আদেশ দেওয়া হয়। তারা অভিযোগ করেন, এতে কারিগরি শিক্ষায় ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন হয়েছে এবং পেশাগত বৈষম্য আরও গভীর হয়েছে।

তাদের ছয় দফা দাবি হলো- ৩০ শতাংশ কোটা বাতিল, কারিগরি শিক্ষায় শিক্ষিতদের দিয়েই কারিগরি পদে নিয়োগ, বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, প্রাইভেট সেক্টরে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করতে সুযোগ দেওয়া এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদের যোগ্যতা হিসেবে বাধ্যতামূলকভাবে ডিপ্লোমা ডিগ্রি নির্ধারণ।

জনপ্রিয়