ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সারাদেশে রেল ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৯, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:০৭, ১৬ এপ্রিল ২০২৫

সর্বশেষ

সারাদেশে রেল ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ঘোষণার পরও একযোগে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে অহযোগ আন্দোলনের মাধ্যমে রেল ব্লকেড করবেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নতুন এ কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন তারা। 

বুধবার সন্ধ্যার পরে রাজধানীর সাত রাস্তা মোড় থেকে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।

এর আগে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান ক্রাফট ইনস্ট্রাক্টর পদ থাকবে না বলে ঘোষণা দেন। কিন্তু তা উপেক্ষা করেই নতুন কর্মসূচির ঘোষণা দিলেন শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণের ঘোষণা দিলেই হবে না। আমাদের লিখিত দিতে হবে। সকাল থেকে শিক্ষার্থীরা ছয় দাবিতে রাজধানীর তেজগাঁও সাত রাস্তা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এই আন্দোলনে অংশ নেন মহিলা পলিটেকনিক ছাত্রীরাও। শিক্ষার্থীদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে যানজটে সড়কে চলাচলকারী মানুষ পড়েন সীমাহীন দুর্ভোগে। তবে সন্ধ্যার কিছু পরে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
 

জনপ্রিয়