ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পলিটেকনিক শিক্ষার্থীদের রাইজ ইন রেড কর্মসূচি আজ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৯, ১৯ এপ্রিল ২০২৫

সর্বশেষ

পলিটেকনিক শিক্ষার্থীদের রাইজ ইন রেড কর্মসূচি আজ

কুমিল্লায় হামলার প্রতিবাদ ও দাবি আদায়ের জন্য পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করবেন আজ। এ কর্মসূচির আওতায় লাল কাপড় দিয়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটক অনির্দিষ্টকালের জন্য ঢেকে দেওয়া হবে।

শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে সারা দেশে একযোগে শুরু হবে রাইজ ইন রেড।

শুক্রবার রাতে কারিগরি ছাত্র আন্দোলনের পক্ষে থেকে এ তথ্য জানানো হয়।

শিক্ষার্থীরা জানান, কারিগরি সেক্টরের বৈষম্য ধ্বংস ও ছয় দফা দাবি বাস্তবায়নের জন্য জনদুর্ভোগ সৃষ্টি না করে মহাসড়কের দুই পাশে বা গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ কর্মসূচিও পালন করবে।

এর আগে, শুক্রবার দুপুরে সারা দেশে একযোগে কাফনের কাপড় পরে গণমিছিল করেছে শিক্ষার্থীরা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকাসহ সারা দেশে মশাল মিছিল করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ের ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে তারা কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদও জানান।

জনপ্রিয়