
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলের লিফটে সিগারেট খেতে নিষেধ করায় সিনিয়রকে মারধরের ঘটনায় শাখা ছাত্রদলের এক নেতাকে ১ বছরের জন্য দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পাঁচ হাজার টাকা জরিমানা মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বহিষ্কারাদেশ ও জরিমানা বাতিল করা হয়৷
অভিযুক্ত ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
অফিস আদেশে বলা হয়, শহিদ তাজউদ্দীন আহমদ হলের সামনে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে মাইক্রোবায়োলজি বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী পারভেজ মোশাররফকে ১ বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটির উপস্থিততে অভিযোগকারী শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষার্থীর মাঝে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় অভিযোগকারী শিক্ষার্থী পারভেজ মোশাররফের আবেদনের প্রেক্ষিতে জরিমানা মওকুফ ও ১ বছরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলের লিফটের ভিতরে সিগারেট খেতে নিষেধ করায় লোকপ্রশাসন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় নামের এক শিক্ষার্থীকে মারধর করেন ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ। এ ঘটনার বিচার চেয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ হলের প্রাধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেয় ভুক্তভোগী শিক্ষার্থী। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে গত ১৭ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং শেষে অভিযুক্ত শিক্ষার্থীকে ১ বছর বহিষ্কার ও পাঁচ টাকা জরিমানার বিষয়টি নিশ্চিত করেছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।