ঢাকা রোববার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পলিটেকনিক শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুঁশিয়ারি

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

পলিটেকনিক শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির হুঁশিয়ারি

৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা। রোববার দুপুরে আগারগাঁয়ের সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এ ঘোষণা দেন তারা। এর আগে সেখানে সব শিক্ষার্থীরা জড়ো হয়ে সমাবেশ শুরু করেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা আর কিছু চাই না। ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে। অন্যথায় আমরা লং মার্চ টু ঢাকা পালন করবো।

এর আগে ছয় দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পলিটেকনিক শিক্ষার্থীদের পূর্বঘোষিত মহাসমাবেশ শুরু হয়।

দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ মহাসমাবেশ শুরু হয়। এ সময় তারা শ্লোগান দেন- ‘১৩ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’,‘দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’‘ এক হও এক হও পলিটেকনিক এক হও।’

জনপ্রিয়