ঢাকা সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৭ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বরিশালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড বিতরণ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক, বরিশাল 

প্রকাশিত: ১৯:৩৫, ২০ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বরিশালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের হেলথ কার্ড বিতরণ

বরিশালে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে।   রোববার (২০ জুলাই) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ হেলথ কার্ড বিতরণ করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন  বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা হেলথ কার্ডের সুবিধা পাবেন। এই হেলথ কার্ডের মাধ্যমে তারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।[inside-ad-1]

হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজং, ডেপুটি সিভিল সার্জন ডা. সব্যসাচী দাসসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতা। 

বরিশাল জেলার ১০টি উপজেলায় ২৪৪টি হেলথ কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ৬৯টি, আগৈলঝাড়া উপজেলা ১১টি, বানারীপাড়া উপজেলা ৯টি, বাকেরগঞ্জ উপজেলা ১৯টি, হিজলা উপজেলা ২০টি, উজিরপুর উপজেলা ২৩টি, গৌরনদী উপজেলা ২৮টি, বাবুগঞ্জ উপজেলা ১৬টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ৩১টি, মুলাদী উপজেলা ১৮টি। বরিশাল জেলায় মোট ২৪৪টি হেলথ কার্ড বিতরণ করা হয়।

জনপ্রিয়