পদশূন্যের এক নম্বর কারণ হিসেবে এনটিআরসিএ মন্ত্রণালয়কে জানায়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর নির্ধারণ করায় প্রথম থেকে পঞ্চদশ পরীক্ষা পর্যন্ত নিবন্ধিত প্রার্থীরা আবেদনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় পঞ্চম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ সুপারিশ করা যায়নি। পঞ্চম নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রায় শতকরা ১৫ ভাগ প্রতিষ্ঠানে যোগদান করেননি, ফলে পদ শূন্য রয়েছে।