ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মুখোমুখি অবস্থানে শেকৃবি-কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা

শিক্ষা

আমাদের বার্তা ,শেকৃবি

প্রকাশিত: ১৪:৩৭, ২১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

মুখোমুখি অবস্থানে শেকৃবি-কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা

 উচ্চশিক্ষার সুযোগসহ আট দাবিতে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সামনে সমাবেশ ও অবস্থান কর্মসূচি ‘এগ্রি ব্লকেড’ পালন করছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। অন্যদিকে, পূর্ব ঘোষিত পাঁচ দাবি বাস্তবায়নে একই স্থানে বিক্ষোভ করছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

সোমবার একই স্থানে দুই দল শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছেন। একই স্থানে, একই সময়ে—তবে ভিন্ন দাবিতে মুখোমুখি অবস্থান নিয়েছে দেশের দুই পর্যায়ের কৃষি শিক্ষার্থীরা। পরস্পর বিরোধী অবস্থান ও বক্তব্যের জের খামারবাড়িতে তুমুল উত্তেজনা বিরাজ করছে। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে সৃষ্টি হয়েছে যানজট।

গতকাল রোববার ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ বাংলাদেশের কৃষি এবং কৃষিবিদদের অধিকার রক্ষায় পাঁচ দাবি ঘোষণা করে। মানববন্ধন শেষে এক সংবাদ সম্মেলনে তারা সরকারের উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে।

এ সময় কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি করা আট দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়, একই সঙ্গে “অযৌক্তিক” দাবিগুলোর প্রতিবাদ জানানো হয়।

সোমবার সকাল থেকে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের সব গেট বন্ধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। অফিসে এসে সবাই বাইরে অপেক্ষা করছেন। 

এর আগে, রোববার সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে একই ব্যানারে কর্মসূচি পালন করেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। এতে সারাদেশ থেকে কয়েকশ’ কৃষি ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। সেখান থেকেই ঘোষণা আসে আজকের ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির।

জনপ্রিয়