ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কারিগরি শিক্ষার্থীদের দাবির রূপরেখা তৈরিতে ৮ সদস্যের কমিটি

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ২২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

কারিগরি শিক্ষার্থীদের দাবির রূপরেখা তৈরিতে ৮ সদস্যের কমিটি

কারিগরি শিক্ষার্থীদের ৬ দাবি বাস্তবায়নের রূপরেখা তৈরিতে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ৩ সপ্তাহের মধ্যে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও একই বিভাগের কারিগরি অধিশাখা-১-এর যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, কমিটিতে সদস্য রয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইইবি) সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: সাব্বির মোস্তফা খান, আইডিইবির কেন্দ্রীয় কমিটি সদস্য-সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেন, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে ১টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পের পরিচালক সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ফয়সাল মুফতী, কারিগরি ছাত্র আন্দোলনের প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা মো. রহমত উল আলম।

জনপ্রিয়