
চাকরি, পদোন্নতি ও উচ্চশিক্ষার নিশ্চয়তাসহ ছয় দাবির বিষয়ে ফলপ্রসূ আলোচনার পর কারিগরি শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে বলে জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে মন্ত্রণালয়ের দাবির বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ বলছে, ‘সবাই ধৈর্য ধরুন। সংবাদ সম্মেলন করে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।’
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা গত সোমবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ছয় দাবির মধ্যে যৌক্তিক দাবিগুলো পূরণের লক্ষ্যে ফলপ্রসূ আলোচনা এবং একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এছাড়াও বলা হয়, ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আন্দোলনরত ছাত্ররা তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যাবেন এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন মর্মে ঘোষণা করেছে।’
তবে মন্ত্রণালয়ের এই সংবাদ বিজ্ঞপ্তির পর গতকাল মঙ্গলবার বিকেলে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’এর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে তাদের সিদ্ধান্ত জানানোর ঘোষণা দিয়েছে।
এর আগে, গত ১৬ এপ্রিল ছয় দাবিতে সারা দেশের সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ১৭ এপ্রিল বৃহস্পতিবার ‘রেল ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের প্রস্তাব পেয়ে কর্মসূচি শিথিল করেন তারা। কিন্তু উপদেষ্টা না থাকায় অতিরিক্ত সচিবের (কারিগরি অনুবিভাগ) সঙ্গে বৈঠক করলেও, তা ব্যর্থ হওয়ায় সন্ধ্যার পর মশালমিছিল এবং ১৮ এপ্রিল জুমার পর মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা। এরপর ১৯ এপ্রিল লাল কাপড় দিয়ে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর প্রধান ফটক ঢেকে দিয়ে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন ও ২০ এপ্রিল মহাসমাবেশ কর্মসূচি পালন করেন তারা।