ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ , ৯ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ইডেন ছাত্রীদের বিক্ষোভ মিছিল

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২২:০১, ২২ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ইডেন ছাত্রীদের বিক্ষোভ মিছিল

হলের ডাইনিংয়ে খাবার খাওয়া বাধ্যতামূলক করাসহ কর্তৃপক্ষের বেশ কিছু সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন রাজধানীর ইডেন মহিলা কলেজের ছাত্রীরা। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কলেজের ক্যাম্পাসে এ মিছিল শুরু করেন তারা।

এর আগে বিকেলে হোস্টেলের আবাসিক ছাত্রীদের জন্য নির্দেশনা দিয়ে নোটিশ দেয় কলেজ কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, হিটারসহ কোনো প্রকার ইলেকটনিক্স সামগ্রী হোস্টেলে রাখা যোবে না। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা বাধ্যতামূলকভাবে হলে হাজিরা দিতে হবে। এছাড়াও নির্দেশনায় বলা হয়, তিনবেলা হলের ডাইনিংয়ে বাধ্যতামূলকভাবে খাবার খেতে হবে।

তবে এই নির্দেশনা দেয়ার পরপরই ছাত্রীদের ক্ষুব্ধ হতে দেখা গেছে। পরে রাতে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

জনপ্রিয়