ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে ছাত্র-জনতার পদযাত্রা

শিক্ষা

আমাদের বার্তা, বরিশাল 

প্রকাশিত: ১২:৪০, ২৪ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে ছাত্র-জনতার পদযাত্রা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করার দাবিতে ছাত্র ও যুব জনতা পদযাত্রা করেছে।

গতকাল বুধবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়। 'বরিশাল সিটি করপোরেশনের সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পদযাত্রার আগে সমাবেশে বক্তারা বলেন, ২০২৩ খ্রিষ্টাব্দে সিটি নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিম প্রকৃত বিজয়ী হয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর সহায়তায় এবং প্রশাসনের সরাসরি সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করে তাকে জোরপূর্বক পরাজিত ঘোষণা করা হয়। বক্তারা বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় না রেখে নৌকা প্রতীকের পক্ষে পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে। ভোটের দিন শহরের বিভিন্ন কেন্দ্রে হামলা, জখম, ভয়ভীতি প্রদর্শন ও জালিয়াতির ঘটনা ঘটে।

জনতার পক্ষ থেকে দাবি উঠে, বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই তারা নির্বাচন বাতিল করে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করার আবেদন জানান। আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির তার পক্ষে মামলাটি দাখিল করেন।

সমাবেশে বক্তব্য দেন যুব নেতা রেজাউল করিম, ছাত্রনেতা গাজী রেদোয়ান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম হাসিবুল ইসলাম, বিএম কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান নাঈম, হাতেম আলী কলেজ শিক্ষার্থী হাসিবুল ইসলাম শান্ত, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী ইব্রাহীম মল্লিক, ইসলামিয়া কলেজ শিক্ষার্থী মুহাম্মদ রিয়াজ মীর, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ প্রমুখ।

জনপ্রিয়