ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নকলের দায়ে ৩ শিক্ষক ও ১৪ শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৩, ২৪ এপ্রিল ২০২৫

সর্বশেষ

নকলের দায়ে ৩ শিক্ষক ও ১৪ শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোকেশনাল শাখার ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা তিনজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে জেলার মাদারগঞ্জ উপজেলায় ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে কেন্দ্র পরিদর্শনে গেলে বিষয়টি তার নজরে আসে। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে বই, চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে নকল করছে।

পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট তিনটি কক্ষে দায়িত্ব পালনকারী তিনজন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়।

এ প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।”

 

জনপ্রিয়