
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ২৪ মে অনুষ্ঠিত হবে। আগে এ পরীক্ষা হওয়ার কথা ছিলো ৩ মে। ওই দিন বেলা ১১টায় অনুষ্ঠিত হবে পরীক্ষা।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ০৩ মের পরিবর্তে আগামী ২৪ মে শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে।
ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্তাদি অপরিবর্তিত থাকবে।