
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করার চিন্তা করছে সরকার বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
সচিব সিদ্দিক জোবায়ের বলেন, আপনারা জানেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলছে। সাড়ে ৬ লাখ পরীক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছে। এই সাড়ে ৬ লাখ গ্রাজুয়েট কয়েক দিনের মধ্যে বের হয়ে আসবে। তার মাত্র ২৮ শতাংশ চাকরি পাবে। তাও সেটা তার প্রত্যাশা অনুযায়ী হবে না। এর চেয়ে বেশি চাকরি দেওয়ার ক্ষমতা এই দেশের নাই। তাহলে এই যে বাকি বিপুল পরিমাণ শিক্ষিত জনগোষ্ঠী তারা কি করবে। যে কারণে এখন সরকার চিন্তা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা গ্রাজুয়েট করেছে তাদের কিভাবে কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করা যায়। তাদেরকে একটা নিদিষ্ট সময়ের জন্য কারিগরি শিক্ষা নিতে হবে। কিন্তু এটা যদি করতে হয় সরকারকে তাহলে এই ধরনের প্রতিষ্ঠানও আমাদের গড়ে তুলতে হবে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) মিজ নাসরিন আফরোজ ও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।