
কারিগরি শিক্ষার্থীরা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ে তোলার সামনের সারির কারিগর বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
সোমবার (২৮ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কারিগরি শিক্ষার মানোন্নয়ন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
তিনি বলেন, কারিগরি শিক্ষার্থীরাই কলকারখানা থেকে শুরু করে অন্যান্য সমস্ত জায়গায় তাদের শ্রম, তাদের যোগ্যতা দিয়ে কাজ করবে। আমি যতোই ম্যানেজমেন্ট শিখি, এগুলো গুরুত্বপূর্ণ, আমি দ্বিমত করবো না, সেগুলোর প্রয়োজন রয়েছে। কিন্তু যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন। তাদেরকে যদি আমরা দেশের উন্নয়নে সম্পৃক্ত করতে পারি তাহলে ম্যাসিভ উল্লম্ফন ঘটবে আমাদের উন্নয়নের ক্ষেত্রে।
কারিগরি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা বলেন, কারিগরি শিক্ষার্থীদের প্রপার শিক্ষায় শিক্ষিত করার দায়িত্বটা আমাদের মন্ত্রণালয়ের ওপর বর্তেছে। আপনারা হচ্ছেন আমাদের পার্টনার এবং সেই জিনিসটা আপনারা এগিয়ে নিয়ে যাবেন বলে আমি মনে করি।
ড. সি আর আবরার বলেন, কারিগরি শিক্ষার যে প্রয়োজন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চেয়ে কেউ মনে বেশি ধারণ করেন না। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন ওনি (প্রধান উপদেষ্টা) আমাকে কারিগরি শিক্ষার দিকটায় বিশেষ নজর রাখার কথা বলেছেন। আমি সেটা স্মরণ করি এবং সেজন্য কাজ করছি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) মিজ নাসরিন আফরোজ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।