ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ , ১৪ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অসুস্থ পরীমনি, নাসির-অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি

বিনোদন

আদালত প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

অসুস্থ পরীমনি, নাসির-অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি

আলোচিত নায়িকা পরীমনিকে মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় নাসির-অমিসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত।  বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের জন্য ছিলো। তবে এদিন অসুস্থ থাকায় পরীমনি সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের পরবর্তী এই তারিখ ধার্য করেন।

গত বছরের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে চার্জগঠন করে আনুষ্ঠানিকভাবে শুরুর আদেশ দেন। মামলার অপর আসামি হলেন শহিদুল আলম। ২০২১ খ্রিষ্টাব্দের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহিদুল আলম নামে আরেক ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। 
জানা যায়, ২০২১ খ্রিষ্টাব্দের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ি নাসির উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওইদিনই নাসির উদ্দিনসহ পাঁচজনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ-বিয়ার ও ইয়াবা  জব্দ করা হয়।

জনপ্রিয়