ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে গেলেন শাহরুখ

গেল ৮ সেপ্টেম্বর প্রথম সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তাদের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান।মা হওয়ার পর এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি দীপিকা। এবার দীপিকা-রণবীরের সন্তানকে দেখতে গেলেন শাহরুখ খান।

শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। দীপিকার সঙ্গে জুটি বেঁধে একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ। তাই তিনি যে সুসংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যাবেন, সেটা অনুমিতই ছিল।

মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালের সামনে শাহরুখের গাড়ি থেকে নামার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে হাসপাতালে ঢোকা বা বের হওয়ার সময় অভিনেতা গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।

জানা গেছে, হাসপাতালে কয়েক দিন থাকার পর দীপিকা ও তার নবজাতককে খুব শিগগিরই ছেড়ে দেওয়া হবে। ইতোমধ্যে স্ত্রী ও কন্যার বাড়ি ফেরার জন্য দারুণ চমকের আয়োজন করেছেন বাবা রণবীর। বাড়িতে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিশেষ আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি।

জনপ্রিয়