বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। বছরের প্রায় সময়ই ব্যস্ত থাকেন তিনি। এবার নতুন সিনেমা ‘ঘোড়চড়ি ২’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন এ তারকা। গলায় আঘাত লেগেছে বলি নায়কের।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হয়েছেন ইমরান হাশমি। হায়দরাবাদে শুটিং চলছিল। সেখানে অ্যাকশন দৃশ্যে উঁচু থেকে লাফিয়ে পড়ার একটি দৃশ্য ছিল। সেই দৃশ্যের শুটিং করতে গিয়েই আহত হয়েছেন রোমান্টিক বয়।
বলিউডের এ নায়ক গলায় চোট পাওয়ার পর তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেয়া হয়েছে। এখন সুস্থতার দিকে আছেন ইমরান হাশমি।
সবশেষ এ অভিনেতাকে ‘টাইগার ৩’ সিনেমায় দেখা গিয়েছিল। সালমান-ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটিতে খল-চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যা দর্শকমহলে বেশ প্রশংসিতও হয়েছিল। তারপরিই ‘ঘোড়চড়ি ২’ সিনেমার শুটিং শুরু করেন এ নায়ক।
প্রসঙ্গত, ২০০৬ খ্রিষ্টাব্দে পারভিন শাহিনকে বিয়ে করেছিলেন ইমরান হাশমি। বিয়ের চার বছর পর ২০১০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারিতে তাদের সংসারে সন্তান আয়ান আসে। এরপর সব ঠিকঠাকই চলছিল। কিন্তু সন্তান জন্মের প্রায় চার বছর পর ২০১৪ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে কঠিন সময় আসে তাদের জীবনে। একমাত্র ছেলে আয়ানের ক্যানসার শনাক্ত হয়। বর্তমানে অবশ্য অনেকটাই সুস্থ ছেলে আয়ান।