ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৬:১২, ১১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’

নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী কুসুম সিকদার। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’।জানা গেছে, সিনেমাটি শুধু স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তি পাচ্ছে।

রাজধানীর বসুন্ধরা সিটি মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার ও সনি স্কয়ারে এটি দেখতে পাবেন দর্শক। এ ছাড়া চট্টগ্রামের বালি আর্কেডের সিনেপ্লেক্সেও এটি চলবে।

কুসুমের নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ভৌতিক ঘরানার সিনেমাটি। যেখানে একাকী রহস্যময় নারীর জীবনের গল্প তুলে ধরেছেন তিনি।

অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো ‘জবা’র জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি খুনি? নাকি অদৃশ্য কোন শক্তির দ্বারা পরিচালিত? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।

অভিষেকের অনুভূতি প্রকাশ করে কুসুম সিকদার বলেন, ‘সত্যি কথা বলতে, আমি নিজেও ভীষণ উতলা হয়ে আছি নির্মাতা হিসেবে অভিষেকের জন্য। আমি জানি না, দেশের চলমান পরিস্থিতি ও প্রেক্ষাগৃহের অবস্থা, তাতে আমি কিছুটা সংশয়ে আছি।

জীবনের প্রথম পরিচালনা কেমন হবে, কী হবে, দর্শকই-বা কীভাবে গ্রহণ করবেন? তারপরও আমি চাই দ্রুত আমার প্রথম পরিচালনার সিনেমাটা মুক্তি দিতে। ছবির কাহিনি, চিত্রনাট্য, দৃশ্যায়ন, লোকেশন ও গান-সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। আমার বিশ্বাস ছবিটি পরিপূর্ণ বিনোদন দেবে দর্শকদের।’

সিনেমাটির চিত্রনাট্য, প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন কুসুম সিকদার। তিনি ছাড়াও   এতে আরও অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা নেহা, নরেশ ভূঁইয়া, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

জনপ্রিয়