ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সংগীত শিল্পী মনি কিশোরের ম*রদেহ উদ্ধার

বিনোদন

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ২০ অক্টোবর ২০২৪

সর্বশেষ

সংগীত শিল্পী মনি কিশোরের ম*রদেহ উদ্ধার

নব্বই দশকের জনপ্রিয় সংগীত শিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের পাশে শিল্পীর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

রামপুরা থানার পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে রামপুরা থানার এসআই খান আবদুর রহমান জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়েক দিন সেই বাসা থেকে কোনো সাড়াশব্দ পাননি প্রতিবেশীরা। একসময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি জাতীয় জরুরি নম্বর সেবা ৯৯৯–এ কল দেয়। পরে পুলিশ দিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও–টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন। তাঁর জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাঁর সবচেয়ে শ্রোতাপ্রিয় গান ‘কী ছিলে আমার’ তাঁরই সুর করা, তাঁরই লেখা।

২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর। প্রসঙ্গত, মনি কিশোর তাঁর পোশাকি নাম। প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন।

জনপ্রিয়