বলিউড অভিনেতা সালমান খানকে একের পর এক হত্যার হুমকি দেয়া হচ্ছে। চলতি সপ্তাহেও তৃতীয়বারের মত বলি অভিনেতাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। তবে থেমে নেই সালমানের কাজ। মুম্বাই পুলিশও ভাইজানের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত। এবার এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে প্রায় একমাসে আগেই মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হোয়াটস অ্যাপ নম্বরে একটি হুমকি-মেসেজ এসেছিল। যেখানে ৫ কোটি টাকা চাওয়া হয়, নয়তো সালমানকে হত্যা করা হবে। আর এবার সেই বার্তা পাঠানোর অভিযোগে কর্ণাটকের হাভেরি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল হাভেরি পুলিশ। পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির নাম ভিখা রাম, যিনি বিক্রম নামেও পরিচিত। তিনি রাজস্থানের জালোরের বাসিন্দা। পুলিশের দাবি, এই ফোনটি করেছিলেন অভিযুক্ত ভিখা রাম।
হাভেরির পুলিশ সুপার অংশু কুমার বলেন, মহারাষ্ট্র অ্যান্টি টেররিজম স্কোয়াডের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হাভেরি টাউন থেকে একজনকে আটক করা হয়েছে এবং মুম্বাই পুলিশের তাদের হাতে তুলে দেয়া হয়েছে।
পুলিশ বলছে, অভিযুক্ত ব্যক্তি প্রায় দেড় মাস আগে হাভেরিতে যাওয়ার আগে কর্ণাটকের বিভিন্ন স্থানে অবস্থান করছিল। সম্প্রতি সে একটি আঞ্চলিক নিউজ চ্যানেল দেখছিলেন, তখনই সে হঠাৎ মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করেন এবং সালমান খানকে হত্যার হুমকি দেয়। তিনি একজন দিনমজুর এবং নিজেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভক্ত বলে দাবি করেন। এটি তার বক্তব্য, তবে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং আরও তদন্ত করবে মুম্বাই পুলিশ।
ভিখা রামের দেয়া হুমকি মেসেজে বলা হয়েছিল, ‘সালমান খান যদি বেঁচে থাকতে চান, তাহলে তিনি আমাদের মন্দিরে গিয়ে ক্ষমা চাইবেন অথবা ৫ কোটি টাকা দেবেন। যদি তিনি তা না করেন, তবে আমরা তাকে হত্যা করব। আমাদের গ্যাং এখনও সক্রিয়। এছাড়াও মেসেজ প্রেরক প্রথমে নিজেকে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলে দাবি করেন।
অন্যদিকে, এতো সবকিছুর মাঝেও সালমান ব্যস্ত তার কাজ নিয়ে। নিরাপত্তার কথা ভেবে এরই মধ্যে একটি ২ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনেছেন সালমান। নায়কের বর্তমান ব্যস্ততা বিগ বস ১৮ নিয়ে। একটানা কাজ করে এই শোয়ের এপিসোডের শুটিংও করছেন সালমান। জানা গেছে কড়া নিরাপত্তার মধ্যেই সেটে হাজির হন নায়ক।