ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মানসিক অসুখের চিকিৎসা নিচ্ছেন আমির খান

বিনোদন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৮, ১৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ

মানসিক অসুখের চিকিৎসা নিচ্ছেন আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। শুধু অভিনেতা বললে ভুল হবে, তিনি একজন প্রযোজক তথা পরিচালকও। তবে পেশাগত দিকের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার খবরে শিরোনামে দেখা গেছে এই নায়ককে। জানা গেছে, এক মানসিক সমস্যার মধ্যে কাটাচ্ছেন আমির ও তার মেয়ে ইরা খান। ফলে দুজনকেই দৌড়াতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। সম্প্রতি এ প্রসঙ্গেই মুখ খুললেন আমির খান।

সম্প্রতি আমির খান জানিয়েছেন, তিনি তার মেয়ে ইরা খানকে নিয়ে একটি বিশেষ ধরনের থেরাপি নিচ্ছেন। এই থেরাপির মাধ্যমে নাকি বাবা মেয়ের সম্পর্ক আগে থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে আশাবাদী অভিনেতা। মানসিক প্রশান্তি এবং দুজনের সম্পর্কের উন্নতির জন্যই মূলত এই থেরাপি নেওয়া।

বিগত এক বছর ধরে বাবা মেয়ে একসঙ্গে এই থেরাপি নিচ্ছেন। এবার ঠিক কতটা মজবুত হল তাদের সম্পর্ক, সে বিষয়েও কথা বলেন আমির।

সম্প্রতি নেটফিক্সের একটি পডকাস্টে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা করতে গিয়ে আমির খান বলেন, ‘আমি আর আমার মেয়ে জয়েন্ট থেরাপি নিচ্ছি। আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এই কাজ করছি আমি। আমি একটু অস্বস্তিতে ছিলাম ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ।’

আমির আরও বলেন, ‘আমরা দুজনেই বেশ কয়েক বছর ধরে থেরাপিস্ট-এর কাছে যাচ্ছি। এটি সত্যি কার্যকর প্রমাণিত হয়েছে আমাদের জীবনে। আমার মনে হয় সকলেরই থেরাপিস্ট-এর কাছে যাওয়া উচিত যদি জীবনে কোনও মানসিক চাপ বা সম্পর্কে কোনও সমস্যা থেকে থাকে। জীবন এবং সম্পর্কের মান দুটোই উন্নত হয়।’

এই থেরাপি নিয়ে আমির খানের মেয়ে ইরা বলেন, ‘আমাদের সম্পর্কে যে সমস্যা ছিল তা অনেকটাই কেটে গেছে এই থেরাপি নেওয়ার পর। এটি শুধু আমাদের সম্পর্কের উন্নতি ঘটাচ্ছে না, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়া বাড়ছে ধীরে ধীরে।’

প্রসঙ্গত, ১৯৮৬ খ্রিষ্টাব্দে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ২০০২ খ্রিষ্টাব্দে সেই সম্পর্কের ইতি টানেন তারা। ইরা রিনা এবং আমিরের মেয়ে। ২০০৫ সালে ফের কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিরণ এবং আমিরের সন্তানের নাম জুনায়েদ। তবে দুর্ভাগ্যবশত ২০২১ খ্রিষ্টাব্দে এই সম্পর্কেও ইতি টানেন আমির।

জনপ্রিয়