ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অভিনেতা মেগহানাথান মারা গেছেন

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:৩০, ২১ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অভিনেতা মেগহানাথান মারা গেছেন

জনপ্রিয় মালয়ালম অভিনেতা মেগহানাথান মারা গেছেন। আজ বৃহস্পতিবার কালিকটের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম পিংকভিলা।

দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন মেগহানাথান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর তিনি । জনপ্রিয় অভিনেতার মৃতুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন তাঁর ভক্ত-অনুসারী ও চলচ্চিত্র তারকারা।

১৯৬৪ খ্রিষ্টাব্দে সিনেমা পরিবারের জন্ম হয় মেগহানাথানের। তার বাবা ছিলেন প্রখ্যাত মালয়ালম অভিনেতা বালান কে নাইর। কেরালার ছেলে হলেও মেগহানাথান পড়াশোনা করেছেন তামিলনাড়ুতে।

১৯৮৩ খ্রিষ্টাব্দে মালয়ালম সিনেমা ‘আশথ্রাম’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ছবিতে ছিলেন দুই মালয়ালম তারকা মোহনলাল ও মামুত্তি।

সাম্প্রতি মেগহানাথানের আলোচিত সিনেমার মধ্যে আছে ‘কোম্যান’, ‘জনি জনি ইয়েস আপ্পা’, ‘ইয়েস ইওর অনার’, ‘১৯৭১: বিয়ন্ডস বর্ডারস’ ইত্যাদি।

জনপ্রিয়