ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

যে কারণে সৈয়দপুর যাচ্ছেন বেবী নাজনীন

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৭, ২৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ

যে কারণে সৈয়দপুর যাচ্ছেন বেবী নাজনীন

সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিতে নীলফামারীর সৈয়দপুর যাচ্ছেন। এর আয়োজন করেছে সৈয়দপুর বিএনপি।

বেবী নাজনীন ৩০ নভেম্বর সকাল ১০টার ফ্লাইটে নিজ জন্মস্থান সৈয়দপুর যাবেন। এ কর্মসূচিতে অংশ নেওয়ার আগে বেবী নাজনীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে সৈয়দপুর কিশোগঞ্জ উপজেলা বিএনপির বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। বিকেলে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র আন্দোলনে সারাদেশে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন।

জানা গেছে, দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকা ফিরবেন বেবী নাজনীন। দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন তিনি। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের ১৬ বছরে বেবী নাজনীন নানানভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত কাজকর্ম। অহেতুক আটকসহ নানান হেনস্তার মুখে প্রায় ৮ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত তারকা ব্লাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন। এখন থেকে তিনি গান ও রাজনীতিতে সরব থাকবেন।

জনপ্রিয়