অবশেষে প্রতীক্ষার অবসান হলো। চারহাত এক হলো নাগা-শোভিতার। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন দক্ষিণী এই তারকা জুটি। প্রকাশ্যে এলো তাদের বিয়ের ছবি।
পরিবার, আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে বুধবার রাতে হায়দরাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করলেন এই তারকা জুটি।
গেল আগস্ট মাসে বাগ্দান পর্ব সেরেছিলেন নাগা ও শোভিতা। সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। এবার নাগা এবং শোভিতার বিয়ের ছবিও শেয়ার করলেন তিনি।
বুধবার (৪ ডিসেম্বর) বিয়ের জন্য নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা উড়নি। অন্যদিকে শোভিতার পরনে সোনালি রঙের দক্ষিণী কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে কয়েক গাছা চুড়ি, হাতে বালা এবং গলায় ভারী সোনার অলঙ্কার।
বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তারা। সেসব অনুষ্ঠানের ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে নাগা-শোভিতার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই অন্নপূর্ণা স্টুডিওটি নাগা চৈতন্যর দাদু আক্কেনি নাগেশ্বর রাও তৈরি করেছিলেন ১৯৭৬ সালে। এদিন দাদুর স্মৃতির উদ্দেশ্যে অভিনেতা পঞ্চা পরেছিলেন। অন্যদিকে নায়িকার পরনে যত গয়না ছিল সেগুলো সবই তার মা এবং ঠাকুমার।
ছেলের বিয়ের ছবি পোস্ট করে নাগার্জুন লিখেছেন, শোভিতা এবং চৈতন্যকে একসঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে দেখাটা আমার জন্য খুবই স্পেশাল এবং আবেগঘন মুহূর্ত। আমার আদরের চৈ-কে অনেক শুভেচ্ছা। প্রিয় শোভিতা আমাদের পরিবারে তোমাকে স্বাগত। এর মধ্যেই তুমি আমাদের জীবনে অনেক খুশি নিয়ে এসেছ।’
নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার রাজকীয় বিয়ের নিমন্ত্রণের তালিকায় ছিলেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা চিরঞ্জীবী, নয়নতারা রাম চরণ এবং তার স্ত্রী উপাসনা, মহেশ বাবু এবং স্ত্রী নম্রতা শিরোদকর, ক্রীড়া জগতের নক্ষত্র পিভি সিন্ধুসহ আরও অনেকেই।