ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চট্টগ্রামে ৬৯ লাখ টাকার স্বর্ণসহ অভিনেত্রী আটক

বিনোদন

আমাদের বার্তা, চট্টগ্রাম 

প্রকাশিত: ২০:০৯, ৭ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:১১, ৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

চট্টগ্রামে ৬৯ লাখ টাকার স্বর্ণসহ অভিনেত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রী অনামিকা জুথীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ। এর বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা।

শনিবার (৭ জানুয়ারি) সকালে দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফেরত ফ্লাইট (বিজি-১৪৮) থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন: ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল।

এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, সকাল ৯টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে ওই বিমানের ভেতরে ঢুকে দুই যাত্রীকে তল্লাশি করে। অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে এবং চেইনগুলো তাদের গলায় কৌশলে লুকিয়ে বহন করছিলেন।

তিনি আরো জানান, স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

তবে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে তাদের হস্তান্তর করেন। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

জনপ্রিয়