দেখতে দেখতে ৩ মাস পূর্ণ করেছে দুয়া। গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন দীপিকা পাডুকোন। মেয়ের জন্মের পর থেকে বেঙ্গালুরুতে মা-বাবার সঙ্গেই ছিলেন দীপিকা। গত সপ্তাহে দিলজিৎ-এর কনসার্টের সময় প্রথমবার মা হওয়ার পর জনসমক্ষে এসেছিলেন দীপিকা। আর সোমবার মেয়ে দুয়াকে কোলে নিয়ে মুম্বাই ফিরলেন বলিউডের মস্তানি খ্যাত এই অভিনেত্রী। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
সেপ্টেম্বরে দীপিকা এবং রণবীর তাদের ছোট্ট পরীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার পর এই প্রথম মা-মেয়েকে একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল। অবশ্য মেয়ের মুখ আড়ালেই রেখেছিলেন দীপিকা। মুম্বাই বিমানবন্দরে দীপিকা এবং দুয়ার মিষ্টি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী মেয়েকে তার বুকে আগলে রেখেছেন, বেবি ক্যারিয়ারে রয়েছে দুয়া। পাশ দিয়ে কেবল দুয়ার ছোট্ট হাত দুটো দেখা যাচ্ছে। লাল পোশাক ও সানগ্লাসে দীপিকাকে বরাবরের মতোই স্টাইলিশ দেখাচ্ছে, চুলে খোঁপা বেঁধে রেখেছিলেন দুয়ার মা।
উল্লেখ্য, “রাম-লীলা”, “বাজিরাও মাস্তানি” এবং “৮৩” এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন রণবীর-দীপিকা। প্রায় ৫ বছর প্রেম করার পর ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ে করেন এই অভিনেতা জুটি।