ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সাফা কবিরের বিষয়ে যা বললেন তৌসিফ মাহবুব

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ১৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সাফা কবিরের বিষয়ে যা বললেন তৌসিফ মাহবুব

ছোটপর্দার আলোচিত অভিনেতা তৌসিফ মাহবুব। সাধারণত কাজ নিয়েই ব্যস্ত দেখা যায় তাকে। অনবদ্য অভিনয়গুণে দর্শকমহলেও বেশ প্রশংসিত তিনি। এবার তার অভিনীত দুটি নাটক একসঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছে বলে জানালেন এ অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ব্যাপারে তৌসিফ মাহবুব বলেন, দুটি নাটক একসঙ্গে অ্যাওয়ার্ড পেয়েছে, আল্লাহর শুকরিয়া। এটা অনেক বড় একটা বিষয়। এমনটা হবে আমি ভাবতেও পারিনি।

এররপই এ অভিনেতা সহকর্মী সাফা কবির সম্পর্কে কথা বলেন। তৌসিফ বলেন, আমরা মিডিয়াতে আসার আগে থেকে বন্ধু। ওর জন্য যৌগ্য পাত্র পেলে আপনারা দয়া করে আমার ইনবক্সে যোগাযোগ করবেন (হাসতে হাসতে)।

তিনি বলেন, আমরা বিভিন্ন প্রোডাকশন হাউজে গিয়ে অডিশন দিতাম, অভিনয়ের ইচ্ছা প্রকাশ করতাম, তখন থেকে সবাই পরিচিত আমরা। সবাই সবার পাশে ছিলাম।

এ সময় দর্শকদের ভালোবাসা সবার আগে উল্লেখ করে তৌসিফ বলেন, আমার ক্যারিয়ার প্রায় ১২ বছরের। এরমধ্যে ১০ থেকে ১২টি অ্যাওয়ার্ড ঠিকমত পাইনি। আমি এমন মানুষদের চিনি যাদের কয়েকটা শোকেস ভর্তি অ্যাওয়ার্ড রয়েছে। কিন্তু তারা আসলে দর্শকদের ভালোবাসা ঠিক কতটুকু পেয়েছে, তা আমি জানি না। তবে আমি ভালোবাসার লোভী। আমার কাছে সবার আগে দর্শকদের ভালোবাসা।

এ অভিনেতার ভাষ্যমতে―আজ আমি যেখানে আছি, সম্পূর্ণ এখানে থাকার কথা ছিল। কেননা, এটা আমার ডেসটিনি। আমি ভালো কী খারাপ করেছি তা দর্শকরা বিবেচনা করুক। আর আমি এটা বিশ্বাস করি না যে, কেউ কোনো সিন্ডিকেট করে আমার ক্ষতির চেষ্টা করছে। সফলতা আসবেই, হোক সেটা আগে বা পরে।

প্রসঙ্গত, ২০১০ সালে শোবিজে ডেবিউ হলেও ২০১৩ সালের ভালোবাসা দিবসের ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে সাড়া ফেলেন তৌসিফ। পরবর্তীতে ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্র্যাপ’, ‘রুমডেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’-এর মতো জনপ্রিয় নাটকগুলোয় দেখা গেছে এ অভিনেতাকে।
 

জনপ্রিয়