টিভি পর্দার তারকা অভিনেত্রী তানজিন তিশা। অসংখ্য ফ্যান-ফলোয়ার তাঁর। নাটকের পরিচালকদের কাছে এ অভিনেত্রীর কদরও বেশ ভালো। ছোটপর্দার সেই সুন্দরী অভিনেত্রী নাকি মাদককাণ্ডে জড়িত!
সম্প্রতি এক মাদক কারবারির হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ থেকে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর [নারকোটিক্স]। ১৭ ডিসেম্বর ‘দীপ্ত অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন তিশা।
‘পয়জন’ ওয়েব ছবিতে অভিনয়ের জন্য এ সম্মাননা এসেছে তাঁর ঝুলিতে। দীপ্ত টিভির নিজস্ব ওয়েবসাইট লিংকে প্রাপ্ত দর্শকের ভোটে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হয়েছে। মাদককাণ্ডে নাম আসায় পুরস্কারে আনন্দ ফিকে হয়ে গেল তিশার।
এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন, ‘আমি ভালো ভালো অনেক কাজ করছি, যেটা অনেক মেয়ের স্বপ্ন। আমি একটা কথা বিশ্বাস করি, কেউ যদি সৎ থাকে তাহলে তাঁকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, এ জন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার বড় প্রাপ্তি।’
তবে এবার শোনা গেছে মাদককাণ্ডে তিশার নাম। এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এদিকে আবারও সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তানজিন তিশা। সিনেমার নাম ‘ঘুমপরী’। এতে তাঁর নায়ক কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক প্রীতম হাসান।