ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ , ৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সঙ্গীতাঙ্গনে বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করতে চান: রাহাত ফতেহ আলী

বিনোদন

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:০১, ২২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

সঙ্গীতাঙ্গনে বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করতে চান: রাহাত ফতেহ আলী

বাংলাদেশকে নিজের দেশের মতোই মনে করেন পাকিস্তানের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। সঙ্গীতাঙ্গনে বাংলাদেশের সাথে এক হয়ে কাজ করতে চান তিনি। পাকিস্তানের সাথে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে রাহাত ফতেহ আলী বাংলাদেশে এসেছেন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আসেন তথ্য এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে। বাংলাদেশের শিল্পীদের সাথে একসাথে কাজ করতে চান সঙ্গীতাঙ্গনে। খুবই পছন্দ করেন রুনা লায়লার গান। বাংলাদেশের তরুণ শিল্পীরা অনেক ভালো করছে বলেও মন্তব্য করেন তিনি। 

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জুলাই আগস্টে নিহত ও আহতদের সাহায্যার্থে আয়োজিত কনসার্টে ইতিমধ্যেই মঞ্চ মাতিয়েছেন। গান আর সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়িয়েছেন সুরসম্রাট রাহাত ফতেহ আলী খান।

সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে রাহাত ফতেহ আলী বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। 

সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রাহাত ফাতেহ আলী  খান একজন গুণী ব্যক্তি। তিনি শুধু পাকিস্তানের নন, তিনি উপমহাদেশ তথা সারাবিশ্বের সংগীত জগতের সম্পদ। বাংলাদেশে তাঁর অনেক ভক্ত রয়েছে। শনিবার ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টের জন্য রাহাত ফাতেহ আলীকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এ ধরনের একটি কনসার্ট আয়োজনের প্রয়োজন ছিল। 

সাক্ষাৎকালে রাহাত ফাতেহ আলী খান বাংলাদেশের সংগীত নিয়ে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নেও কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশে আমন্ত্রণের জন্য তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। ঢাকার দর্শকদের জন্য আবার মঞ্চে উঠবেন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে।

উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়