ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ , ৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

স্বাবলম্বী হতে সরকারি ভাতা নিতেন সানি লিওন

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:৫০, ২৩ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

স্বাবলম্বী হতে সরকারি ভাতা নিতেন সানি লিওন

ভারত সরকারের পক্ষ থেকে দেশটির পিছিয়ে পড়া জনগণের জন্য অনেক রকমের ভাতা চালু রয়েছে। যার মধ্যে অন্যতম, অসচ্ছল বিবাহিত নারীদের স্বাবলম্বী করার জন্য ভাতা। সেই ভাতাটি এতোদিন গ্রহণ করছিলেন বলিউডের অন্যতম তারকা সানি লিওনি!

সম্প্রতি ভারতের ছত্তিশগড়ের এক বাসিন্দার সুবাদে এই অবিশ্বাস্য তথ্যটি সবার সামনে আসে। যিনি সরকারি এই ভাতা পাওয়ার জন্য সানি লিওনির নামে ভুয়া অ্যাকাউন্ট খুলেছেন। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ‘তালুর’ নামে একটি গ্রামে।

ছত্তিশগড়ের বিবাহিত নারীদের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি ভাতার ব্যবস্থা করেছে। সরকার প্রকল্পটির নাম দিয়েছে ‘মাহতারি বন্দনা যোজনা’। প্রকল্পের অধীনে রাজ্যের বিবাহিত নারীদের মাসে মাসে ১০০০ রুপি করে ভাতা দেয়া হয়।

এই ভাতা পেতে স্থানীয় এক ব্যক্তি নিজের স্ত্রীর নাম সানি লিওনি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম বীরেন্দ্র যোশী। বিষয়টি প্রকাশ্যে আসার পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এনডিটিভি এই ঘটনাটি সামনে নিয়ে এসেছে। খবরটি ফাঁস হতেই রাজ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরইমধ্যে উল্লেখিত অ্যাকাউন্টে টাকা পাঠানো বন্ধ করা হয়েছে এবং অ্যাকাউন্টটি আপাতত জব্দ করা হয়েছে। বীরেন্দ্র যোশীর বিরুদ্ধে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তকে এখনও আটক করা হয়নি।   

ছত্তিসগড়ের কংগ্রেস সভাপতি দীপক বৈজ্য এই ঘটনায় বিজেপিকে বেশ তুলোধোনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, ‘মাহতারি বন্দনা যোজনা’র আওতায় থাকা ৫০ শতাংশ অ্যাকাউন্টই ভুয়া! তবে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী অরুণ সাও ছেড়ে দেয়ার পাত্র নন। তিনি পাল্টা জবাবে বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস মহিলাদের এভাবে সাহায্য করতে পারেনি, বিজেপি মহিলাদের সাহায্য করছে দেখে তাদের সহ্য হচ্ছে না।’

তবে এ বিষয়ে এখন পর্যন্ত সানি লিওনির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জনপ্রিয়