ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘বাঘা যতীন’ খ্যাত পরিচালক অরুণ রায় মারা গেছেন

বিনোদন

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ২ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

‘বাঘা যতীন’ খ্যাত পরিচালক অরুণ রায় মারা গেছেন

‘বাঘা যতীন’ সিনেমার পরিচালক অরুণ রায় মারা গেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোররাতে কলকাতার আরজি কর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন একাধিক তারকা।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন অরুণ রায়। এ কারণেই আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। বুধবার রাতে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়।

গেল বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় কেমো নেওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন অরুণ রায়। কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে পাড়ি জমালেন না ফেরার দেশে।

বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেজে অভিনেতা বিরসা দাশগুপ্ত লিখেছেন, ‘এটা ঠিক করলে না অরুণ দা।’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন, ‘পরিচালক অরুণ রায় আর নেই। নতুন বছরের দ্বিতীয় সকালে চলে গেলেন সব মায়া ছেড়ে। অরুণদা আমাদের মনের ভিতর থেকে যাবেন সারা জীবন।’

২০১১ খ্রিষ্টাব্দে ‘এগারো’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখেন অরুণ রায়। ‘হীরালাল’ দিয়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার বানানো শেষ সিনেমা ‘বাঘাযতীন’। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ জগতে।
 

জনপ্রিয়