শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ছড়িয়েছে। তার বিয়ের আয়োজনের একাধিক ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন ভ্ক্ত ও অনুরাগীরা। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান।
যদিও তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত হওয়া যাচ্ছিলো না, পরবর্তীতে বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেন তাহসান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘বিয়ের ছবি’ প্রশ্নে গায়ক জানালেন, ‘এখনো বিয়ে হয়নি। কোনো আনুষ্ঠানিকতাও হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, সেখানে এ ছবিগুলো তোলা। আজ শনিবার সন্ধ্যায় বিস্তারিত জানাব।’
এদিকে, শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজেনরা এই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। এমনকি শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকেই। এমনও লিখেছেন কেউ কেউ, অবশেষে ‘চাঁদের আলো’ খুঁজে পেয়েছেন তাহসান।