ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিয়ে করে দোয়া চাইলেন তাহসান

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ৫ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বিয়ে করে দোয়া চাইলেন তাহসান

জনপ্রিয় গায়ক, অভিনেতা তাহসান খান অবশেষে তার বিয়ের খবরের সত্যতা প্রকাশ করেছেন। গতকাল সারাদিন স্যোশালমিডিয়ায় তোলপাড় ছিল তাহসানের বিয়ের খবরে।

বিভিন্ন সংবাদমাধ্যমেও বলা হয়েছে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান। তবে প্রাথমিক অবস্থায় অস্বীকার করলেও শনিবার সন্ধ্যায় বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার দিবাগত রাত একটার দিকে ফেসবুকে ছড়িয়ে পড়ে তাহসানের সঙ্গে রোজা আহমেদ নামের এক তরুণীর ছবি। দেখে মনে হয়, গায়েহলুদের ছবি। সেই ছবি ঘিরে তৈরি হয় জল্পনা। ভক্তদের প্রশ্ন, তাহলে কি বিয়ে করলেন তাহসান? কেউ কেউ অভিনন্দনও জানাতে থাকেন।

হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়ে বিয়ে করেছেন কিনা জানতে চাইলে সঙ্গে সঙ্গে তাহসানের উত্তর, ‘আগামীকাল জানাচ্ছি।’ অর্থাৎ শনিবার (গতকাল) কথা বলবেন। তখনো নিজের বিয়ের কথা খোলাসা করেননি এ গায়ক।

এরপর শনিবার সকালে তাহসানের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন করা হয়, ‘তাহলে কি অভিনন্দন দেওয়া যায়?’ কিছুটা ভেবে তাহসান বলেন, ‘অভিনন্দন জানাতে পারেন।’ ততক্ষনে তাহসানের বিয়ের খবরে ফেসবুক সয়লাব।

কিন্তু সেসময় তাহসান জানালেন, আনুষ্ঠানিকভাবে বিয়ের পর্ব এখনো সারেননি। এ জন্য অপেক্ষা করতে হবে।

অবশেষে ব্যস্ততার ফাঁকে শনিবার সন্ধ্যায় ধরা দিলেন তাহসান। জানালেন, গত শুক্রবার ছিল তাদের গায়েহলুদ। সে ছবিই ভাইরাল হয়েছে। 

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে তাহসান বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ (শনিবার) বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। শুভ কাজটা আমরা আজ সেরেছি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’

এর আগে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় ছয়টার পর স্যোশাল মিডিয়ায় রোজা আহমেদের সঙ্গে ছবি পোস্ট করেন তাহসান। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়। ভক্তরা তাদের শুভকামনা জানিয়ে মন্তব্যও করেন।

তাহসান সেই পোস্টে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে?/ যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

রোজার সঙ্গে কীভাবে পরিচয়, জানতে চাইলে তাহসান বলেন, ‘বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।’

রোজা আহমেদ বরিশালের মেয়ে। তিন বছরের বেশি সময় ধরে নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। নিউইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার নামে নিজের প্রতিষ্ঠানও আছে। নিউইয়র্কে ব্রাইডাল মেকআপ নিয়েই তিনি থাকতে চান।
 

জনপ্রিয়