নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক লড়াকু নারী মালতী রানী দাশ। যিনি পলাশ কুমার দাশ নামের এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। যে জীবনে বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, একে অন্যকে উপহার দেওয়া নেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি, মান-অভিমান সবকিছুই চলছিল। এরপর একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় তাদের জীবনের ছন্দ পতন হয়।
ঘটতে থাকে নানারকম অব ঘটনা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘প্রিয় মালতী’।
বিদায়ী বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এ সিনেমাটি ‘প্রিয় মালতী’। মুক্তির পর দর্শক এবং সমালোচকদের বেশ প্রশংসা কুড়ায় এটি।
বছরের শেষ সপ্তাহে দর্শকদের পছন্দের শীর্ষে থাকা সিনেমাটি চেইন স্টার সিনেপ্লেক্সের সেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে আসে। এর মধ্যে ধীরে ধীরে দর্শকও বাড়তে থাকে সিনেমাটির। এরপর গেল সপ্তাহে বাড়ে দ্বিগুণ শো। স্টার সিনেপ্লেক্সের ৫ শাখায় ৮টি থেকে বেড়ে এখন ১৬টি শো চলছে বলে জানা গেছে।
এরমধ্যে চমকপ্রদ খবর হলো, সিনেমাটি দেখার জন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা ২৬৪ সিটের পুরো একটি হল বুক করেছেন।
জানা গেছে, আজ বুধবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ারে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের শো দেখবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। এরজন্য এদিনের সন্ধ্যার শোয়ের পুরো হল বুক করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, ‘‘প্রিয় মালতী’ সিনেমাটি নিয়ে বিভিন্ন মাধ্যমে বেশ ইতিবাচক মন্তব্য দেখেছি। তারপর মনে হয়েছে আমাদের শিক্ষার্থীদের সিনেমাটি দেখা উচিত।
বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাবের সদস্যদের উদ্যোগেই সিনেমাটি দেখার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও থাকবেন, আমরাও থাকব। তাদেরকে সঙ্গে নিয়েই সিনেমাটি দেখব।’
এমন বিষয়টি সম্পর্কে জেনেছেন ‘প্রিয় মালতী’ সিনেমাটির টিমও। সিনেমাটির প্রযোজক হাবিবুর রহমান তারেক বললেন, ‘বিষয়টি আমাদের জন্য অবশ্যই অনেক আনন্দের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জেনেছি আমরা। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমরা তাদেরকে স্বাগত জানাই সিনেমাটি দেখার জন্য।’
এদিন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থী এবং শিক্ষকদের সঙ্গে সিনেমাটি দেখবেন ‘প্রিয় মালতী’র পুরো টিম। উপস্থিত থাকবেন মেহজাবীন চৌধুরী, শাহজাহান সম্রাট, শঙ্খ দাশ গুপ্ত, আদনান আল রাজীব এবং হাবিবুর রহমান তারেক প্রমুখ।
‘প্রিয় মালতী’ সিনেমাটি এরই মধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে। শঙ্খ দাশ গুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। এছাড়া আরও অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, নাদের চৌধুরী, রিজভী রিজু, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন ফ্রেম পার সেকেন্ড’র হাবিবুর রহমান তারেক এবং আদনান আল রাজীব।