ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জনপ্রিয় কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৭:৩৩, ৮ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

জনপ্রিয় কোরিয়ান ড্রামায় যুক্ত হলেন মিথিলা

জনপ্রিয় কোরিয়ান ড্রামা “ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)”-এর সঙ্গে যুক্ত হয়েছেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। তিনি জানান, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করবো।

এ বিষয়ে মিথিলা বলেন, “আমি এর আগে নিজের সিনেমায় নিজের অভিনীত চরিত্রের জন্য ডাবিং করেছি। কাজটি করতে আমার বেশ মজা লাগে, এক ধরনের চ্যালেঞ্জ ফেস করি। কিন্তু কখনওই অন্য কারও জন্য ডাবিং করিনি। ফলে এই কোরিয়ান ড্রামায় ডাবিং করার অভিজ্ঞতা আমার জন্য একদম নতুন হবে। কারণ ভয়েস আর্টিস্টদের কাজটা সহজ নয়। শুধু সংলাপ বললেই হয় না। ঠোঁট মেলানো, চরিত্রের বৈশিষ্ট্য ও ইমোশন কণ্ঠে ধারণ করা, এসব ব্যাপারে নজর রাখতে হয়। হলিউড বলিউডের বড় বড় তারকারা ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে দারুণ সফলতা পেয়েছেন।”

এদিকে, বাংলা ডাবিংয়ের দায়িত্বে আছেন খালিদ হোসেন অভি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, রাফিয়াত রশিদ মিথিলা “ডটস”-এর সঙ্গে যুক্ত হয়েছেন। তিনি “ডেসেন্ড্যান্টস অফ দ্য সান”-এর বহুল প্রত্যাশিত শক্তিশালী ড. ইউন মিউং জু চরিত্রে কণ্ঠ দেবেন। এই চরিত্রে অভিনয় করেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী কিম জি ওয়ান।

“ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)” নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মাঝে সাড়া জাগিয়েছে।

মিথিলাকে সবশেষ “কাজলরেখা” সিনেমা ও “অ্যালেন স্বপন” ওয়েব সিরিজে দেখা গেছে। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।

জনপ্রিয়