ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দাবানলে পুড়ছে হলিউড, পুড়ে ছাই তারকাদের বাড়ি

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:১০, ৯ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

দাবানলে পুড়ছে হলিউড, পুড়ে ছাই তারকাদের বাড়ি

লস অ্যাঞ্জেলসের দাবানলে পুড়ে ছাই হলিউড! বিখ্যাত অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটনদের বাড়িও পড়েছে আগুনের গ্রাসে। পুড়ে ছাই হয়ে গেছে ক্যারি এলওয়েসের বাড়িও। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা বাড়ির ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে হলিউড তারকারা উদ্বেগ প্রকাশ করেছেন। 

ইতিহাস বলছে, লস অ্যাঞ্জেলসে এটাই সবচেয়ে ভয়ংকর দাবানল।

লস অ্যাঞ্জেলেসের অদূরে অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডস। হলিউডের অনেক তারকা সেখানে বসবাস করেন। তীব্র গতির বাতাসের কারণে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় আগুন এক বাড়ি থেকে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে।

এদিকে ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে ইতিমধ্যেই পুড়ে গেছে হাজার খানেক বাড়ি। প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারিয়েছেন ৫। ঘরছাড়া লক্ষাধিক। এখনও বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর প্রক্রিয়া চলছে। জারি রয়েছে জরুরি অবস্থা।

ডেইল মিরর বলছে, সর্বশেষ আগুন হলিউড পাহাড়ে ছড়িয়ে পড়ে ও দ্রুত হলিউড বোল এবং হলিউড ওয়াক অফ ফেম থেকে প্রায় এক মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিখ্যাত ‘হলিউড’ সাইনে আগুন ধরার একটি ছবি ভাইরাল হয়েছে। মিডিয়া ইনসাইডারসহ স্থানীয় একধিক সংবাদমাধ্যম ছবিটি ভুয়া বলে দাবি করেছে। বিখ্যাত সাইন এখনও অক্ষত রয়েছে।

আমজনতার পাশাপাশি দাবানলের রুদ্ররোষে পড়েছেন হলিউডের তারকারাও। মার্কিন তারকা প্যারিস হিলটনের মালিবুর বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। অস্বারজয়ী জেমি লি কার্টিসকেও বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিন। অভিনেত্রী গায়িকা ম্যান্ডি মুরের বাড়িও পুড়ে গেছে। পরিবারকে নিয়ে কোনওমতে রক্ষা পেয়েছেন তিনি। একাধিক মার্কিন তারকার সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে ভয়াবহ দাবানলের ছবি।

মঙ্গলবার সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমি দাবানলে জ্বলতে শুরু করে। শুকনো আবহাওয়ায় প্রবল হাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

বুধবার বিকালে লস অ্যাঞ্জেলসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি পুলিশ, দমকলবাহিনী ও উদ্ধারকারী দলের সঙ্গে দেখা করেন। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ায় বড়সড় বিপর্যয় ঘোষণা করা হয়েছে।

জনপ্রিয়