ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ , ২৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিমানবন্দরে পুলিশ হেফাজতে চিত্রনায়িকা নিপুণ আক্তার

বিনোদন

আমাদের বার্তা, সিলেট 

প্রকাশিত: ১১:০৯, ১০ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:১১, ১০ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বিমানবন্দরে পুলিশ হেফাজতে চিত্রনায়িকা  নিপুণ আক্তার

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে জানা গেছে এ তথ্য।

এদিন সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডন যাচ্ছিলেন নিপুণ। এ সময় হেফাজতে নেয়া হয় তাকে। পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয় তাকে।

উল্লেখ্য, বিগত সরকারের শাসনামালে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। দলটির বিভিন্ন প্রচারণামূলকঅনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে। এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করতেন নিপুণ।

তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে।

জনপ্রিয়