যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলের আগুনে পুড়ে ছাই হয়েছে হলিউডের অনেক তারকার বাড়ি। বহু অভিনেতা-অভিনেত্রী এবং সংগীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। স্থগিত হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা ছাড়া আরো কিছু পুরস্কার অনুষ্ঠানও।
এ ছাড়া চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ারও বাতিল করা হয়েছে।
বিবিসি বলছে শুক্রবার (১০ জানুয়ারি) অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণার তারিখ থাকলে সেটি পিছিয়ে গেছে; এই অনুষ্ঠানের পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে রোববার।
দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার এবং প্যাসিফিক প্যালিসেডস। আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা। আগুন ছড়িয়েছে হলিউড হিলসের পশ্চিমদিকেও।
অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি এবং অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টাল আগুনে তাদের বাড়ি হারিয়েছেন।
দাবানলের ঝুঁকি এড়াতে প্যাসিফিক প্যালিসেডসের বাড়ি ছেড়ে সাবেক স্ত্রী অভিনেত্রী জেনিফার গার্নারের বাসায় উঠেছেন হলিউড তারকা বেন অ্যাফ্লেক।
তবে দাবানলে বেনের বাড়িটি অক্ষত আছেন। গার্নারের বাড়িতে আশ্রয় নেওয়ার পর নিজের বাড়িটি এই তারকা একবার দেখেও এসেছেন। বাড়িটি বেন ছয় মাস আগে কিনেছেন ২ কোটি ডলার খরচ করে।
এর মধ্যে খবর এসেছে আদালতের রায়ে অভিনেত্রী জেনিফার লোপেজের সঙ্গে বেনের বিচ্ছেদ চূড়ান্ত হয়েছে।
লস অ্যাঞ্জেলেসে ছড়ানো দাবানল তৃতীয় দিনেও নিয়ন্ত্রণহীন। আগুনে প্রায় ১০ হাজার বাড়িঘর ও অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়েছে।
তবে হারিকেনের মত বাতাসের গতি কিছুটা কমেছে। এতে দমকলকর্মীরা কিছুটা নির্ঝঞ্ঝাটভাবে কাজ করতে পারছেন বলে জানিয়েছে রয়টার্স।
দাবানাল প্যাসিফিক পলিসেডস অঞ্চলের পলিসেডস ফায়ার সান্তা মোনিকা ও মালিবুর মধ্যবর্তী পাহাড়গুলোর ১৫ হাজার ৮৩২ একর এলাকার ১০০০ স্থাপনা গ্রাস করেছে।
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে কেন দাবানল এমন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেই প্রশ্নটি এখন সামনে আসছে। দেশটির কর্মকর্তারা বলছেন, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় খরা আর প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে।
গোল্ডেন গ্লোব, এমি ও সেগ পুরস্কারজয়ী ৭৩ বছর বয়সী হলিউড তারকা জিন স্মার্ট ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, “হলিউডে এ সময় অনেকগুলো পুরস্কার অনুষ্ঠান হয়। তবে আগুনের এই বিবেচনায় নিয়ে টেলিভিশন নেটওয়ার্কগুলোর প্রতি আমার একটি আবেদন আছেন । সেটি হল তারা যেন দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষ ও ফায়ার ফাইটারদের সহযোগিতায় পাশে দাঁড়ান।“
অস্কার, এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস ইনস্টাগ্রামে আগুনের ছবি পোস্ট করেছেন।
অভিনেত্রী জানিয়েছেন তার পরিবার নিরাপদে থাকলেও, বাড়িটি রক্ষা করা যায়নি।
ইনস্টাগ্রামের পোস্টে কার্টিস উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এই বিপর্যয়ে পারিবারিক তহবিল থেকে ১ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেত্রী।
গায়িকা এবং ‘দিস ইজ আস’ সিনেমার অভিনেত্রী ম্যান্ডি মুর তার ইনস্টাগ্রামে বলেছেন আগুন থেকে বাঁচতে তিনি তার সন্তান ও পোষা প্রাণীদের নিয়ে এলাকা ছেড়েছেন।
লস অ্যাঞ্জেলেসের আলতাদেনার বাসিন্দা মুর বলেন, “বাড়িটি দাঁড়িয়ে আছে, কিন্তু বসবাসযোগ্য নয়। আমাদের এলাকার প্রতিটি বাড়ি পুড়ে গেছে। সমস্ত ইস্মট্রুমেন্টসহ বাড়ির সঙ্গে লাগোয়া স্টুডিওটি আমি হারিয়েছি।”
আগুন গ্রাস করেছে টিভিব্যক্তিত্ব প্যারিস হিলটনেরও বাড়িও।
হিলটনের পোস্ট বলছে, মালিবুতে তার বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত। শহরের বাইরে থাকায় হিলটন এই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তবে তার পরিবারের সদস্য ও পোষ্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এই বাড়িটিকে ঘিরে অমূল্য সব স্মৃতি ছিল জানিয়ে হিলটন বলেন, “টেলিভিশনের খবর দেখছি। টিভিতে লাইভ দেখতে পাচ্ছি মালিবুতে আমাদের বাড়ি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এমন ভাগ্য যেন কারোর না হয়। আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য হৃদয় থেকে শোক জানাই।"
টম হ্যাংকস, স্টিভেন স্পিলবার্গ এবং রিটা উইলসনের মতো তারকারাও থাকেন প্যাসিফিক প্যালিসেডসে।
ইনস্টাগ্রামের স্টোরিতে অস্কার জয়ী অভিনেতা টপ হ্যাঙ্কসের ছেলে চেট হ্যাঙ্কস বলেন, “আমার শৈশবের পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্যালিসেডসকে বাঁচানোর উপায় জানা নেই। আপনাদের প্রার্থনার রাখুন।”
'দ্য প্রিন্সেস ব্রাইড’ সিনেমার অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়িও পুড়েছে। আগুন লাগার পর স্ত্রী সন্তান নিয়ে কোনোমতে প্রাণে বেঁচেছেন এই অভিনেতা।
কদিন আগেই ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার জন্য গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। অস্কার জয়ী এই অভিনেতার বাড়িও গেছে আগুনের গ্রাসে।
অভিনেতা বিলি ক্রিস্টালের বাড়িও পুড়ে গেছে, পরিবার নিয়ে তিনি থাকতেন প্যাসিফিক প্যালিসেডসের ওই বাড়িতে।
একই অবস্থা গায়িকা অভিনেত্রী লেটেন মিস্টারের বাড়িরও।
প্যাসিফিক প্যালিসেডসে ‘স্কেয়ারি মুভি’ অভিনেত্রী আনা ফারিসের বাড়িটি দাবানলে পুড়ে গেছে। সময়মত অভিনেত্রী ও তার পরিবারের সদস্যরা আগেই বাড়ি থেকে বেরিয়ে যেতে পেরেছিলেন।
পিছিয়েছে অনুষ্ঠান সূচি
আগুনের এই ঘটনায় বাড়ানো হয়েছে অস্কারের ভোটদানের সময়ও। ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য ভোটদান, যা ১২ জানুয়ারি পর্যন্ত চলার কথা ছিল।
নতুন ঘোষণা অনুযায়ী, ১৪ জানুয়ারি পর্যন্ত ভোট দিতে পারবেন একাডেমির ভোটাররা।
পিছিয়েছে ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডও। চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের এক বছরের সেরা কাজের পুরস্কার দেওয়া হয় এই আয়োজনে। আগামী রোববার এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এখন তা পিছিয়ে ২৬ জানুয়ারি করা হয়েছে।
দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসে ‘আনস্টপেবল’, ‘উলফম্যান’, ‘বেটার ম্যান, ‘দ্য পিট’, ‘দ্য লাস্ট শোগার্লসহ বেশ কয়েকটি সিনেমার প্রিমিয়ার স্থগিত করা হয়েছে।
দাবানলের কারণে বেশ কয়েকটি সিনেমা ও সিরিজের শুটিং বাতিল করা হয়েছে। বাতিল হওয়া সিনেমা, সিরিজের মধ্যে আছে ‘হ্যাকস’, ‘টেড’, ‘সুইটস: এলএ’, ‘হ্যাপি প্লেস’, ‘ফলআউট ২’, ‘আফটার মিডনাইট’ ইত্যাদি।
এ ছাড়া গোল্ডেন গ্লোবে সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা ‘এমিলিয়া পেরেজ’র পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনও বাতিল করা হয়েছে।