ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

দাবানলে ক্ষতিগ্রস্ত বন্ধুদের জন্য বাড়ি খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৯:২৯, ১৩ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

দাবানলে ক্ষতিগ্রস্ত বন্ধুদের জন্য বাড়ি খুলে দিলেন অ্যাঞ্জেলিনা জোলি

ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে প্রায় ২ লাখ বাসিন্দাকে। পুড়ে ছাই হয়েছে প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, জেমস উডস অনেক হলিউড তারকার ঘরবাড়ি। আগুনে সব হারিয়ে নিঃস্ব বন্ধুদের নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায়, লস অ্যাঞ্জেলেসে বাড়ি হারানো বন্ধুদের নিজের বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী।

সূত্রটি বলেছে, ‘যাঁরা বাড়ি হারিয়েছেন বা দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কথা ভেবে অ্যাঞ্জি (অ্যাঞ্জেলিনা জোলি) ভীষণ মর্মাহত। তাঁর (জোলি) পক্ষে যা সম্ভব, সব করছেন। এমনকি যাঁরা বাড়ি ছেড়ে যেতেে বাধ্য হয়েছেন, তাঁদের জন্য নিজের বাড়ির দরজাও খুলে দিয়েছেন।’

মার্কিন সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউএসের প্রতিবেদনে বলা হয়, জোলি ও তাঁর পুত্র নক্সকে একটি সুপারমার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে দেখা গেছে। এই সময় ডেইলি মেইলকে তিনি তাঁর বাড়িতে অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুতদের থাকার ব্যবস্থা করার কথা স্বীকার করেন।

তিনি বলেন, ‘এখন আমি আমার কাছে যাঁরা রয়েছে, তাঁদের দেখাশোনা করছি। আমার বাড়িতে তাঁদের থাকার ব্যবস্থা করছি। তারপর অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

অ্যাঞ্জেলিনা জোলির মতো আরো অনেক তারকা দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এসেছেন।

হ্যালি বেরি ইনস্টাগ্রামে জানিয়েছেন, দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি নিজের সব কাপড়চোপড় দান করছেন। তাঁর এই উদ্যোগের সঙ্গে শ্যারন স্টোনও যুক্ত রয়েছেন। এ ছাড়া জেমি লি কার্টিস ও ক্রিস্টোফার গেস্ট ১ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল লস অ্যাঞ্জেলেসে বাড়ি হারানো বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যদের থাকার সুযোগ করে দিয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে জানা যায়, লস অ্যাঞ্জেলেসে ৭ জানুয়ারি শুরু হওয়া দাবানলে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কমপক্ষে ১০ হাজার ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা। প্যাসিফিক প্যালিসেইডসে সূত্রপাত হওয়া এই দাবানল লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল বলে মনে করা হচ্ছে।

এই দাবানলে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। এর মধ্যে প্যালিসেইডস ফায়ার জোনে ৫ জন এবং ইটন ফায়ার জোনে ১১ জন নিহত হয়েছেন।

জনপ্রিয়