দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময় সাবলীল; পোশাকে কিংবা অভিনয়ে। যেটা তাকে মানায় সেটিই তিনি ধারণ করেন। এর আগে খোলামেলা ধাঁচের জামদানি পরে ভারতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতান তিনি। এবার আরো এক ধাপ এগিয়ে সাহসী অবতারেই ফিরলেন জয়া। সকাল বেলায় লাল পোশাকে উত্তাপ ছড়ালেন তিনি।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) শীতের সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে চারটি লাল ছবির কোলাজে মাতোয়ারা করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন তার অভিনয়গুণে।
জয়া আহসানের ছবিতে দেখা যায়, ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন। সঙ্গে আর তেমন কিছু নেই। অর্থাৎ, না পরেছেন ভারী জুয়েলারি, না ছিল অতিরিক্ত মেকআপ এর ছোঁয়া। খুবই ছিমছাম এই লুকে ভক্তদের চমকে দিতে জয়ার কাছে যেন ছিল মাত্র এক তুড়ির কাজ।
জয়া ক্যাপশনে লিখেছেন, 'এক সন্দেহের ছায়া'!
রেড টপসেও খানিকটা খোলামেলা লেগেছে তাকে। সঙ্গে তার মোহনীয় লুকের অনেকগুলো পোজ। তার ভক্ত-অনুরাগীরা উত্তপ্ত ছবি দেখে কেউ কেউ বলেছেন, ‘আগুন সব ছবি’।
দুই বাংলা মিলিয়ে দারুণ কাজ করছেন জয়া। সম্প্রতি ‘২ষ’ সিরিজের 'বেসুরা' নামের একটি পর্বে ক্যামিও চরিত্রে কাজ করেছেন জয়া। সেখানে ডাইনির চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাছাড়া গত ১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসরে বিশেষ পুরস্কারও পেয়েছেন তিনি।