ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ৪ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শেষ হয়েছে সাইফের অস্ত্রোপচার, শরীর থেকে বের করা হয়েছে ধারালো বস্তু

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ১৬ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

শেষ হয়েছে সাইফের অস্ত্রোপচার, শরীর থেকে বের করা হয়েছে ধারালো বস্তু

বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দ্রুত তার  অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা অভিনেতার শরীরের বর্তমান অবস্থা জানিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

হাসপাতাল থেকে চিকিৎসকরা জানান আড়াই ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। এমনকি সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফল ভাবে শেষ হয়েছে। শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও। অস্ত্রোপচার করে চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বার করেছেন। প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু ছিল তার শরীরে।  

টাইমস অব ইন্ডিয়া মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেন, এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে। মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে।

প্রসঙ্গত, মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সাইফ। তার সঙ্গে থাকে অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবং তাদের দুই সন্তান। সেই বাড়িতে বুধবার গভীর রাতে ঢুকে এই অভিনেতাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সাইফ। এ ঘটনায় প্রথমবার কারিনা কাপুরের টিমের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন।  

কারিনার পক্ষ থেকে জানানো হয়েছে, সাইফ তার হাতে আঘাত পেয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন ও চিকিৎসা চলছে। আমাদের পরিবার নিরাপদে রয়েছে। সংবাদমাধ্যম ও ভক্তদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা ধৈর্য ধরুন। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। সাইফের প্রতি আপনাদের উদ্বেগ, ভালোবাসার জন্য ধন্যবাদ। 

জনপ্রিয়